ঈদ মানে
সকাল বেলা
খুশীর মেলা
শিশুর খেলা।
ঈদ মানে
বুকের সাথে বুক
মুছে ফেলে দুঃখ
অতীতের ভুল চুক।
ঈদ মানে
ফিরনি পায়েশ
খাই করে আয়েশ
শুনি ফরমায়েশ।
ঈদ মানে
বাঁকা চাঁদ
আনন্দে উম্মাদ
চলে যায় নিঁদ।
ঈদ মানে
খুশীর দিন
কাটে নিঁদ-হীন
চারদিকে বাজে বীন।