এ্যা কোরিয়ামের মতই মেয়ে তোর জীবন
কো থায় ছিলি আর কোথায় হলো আগমন
রি ফিউজি হয়ে থাকবি সারা জীবনভর
আ পন হতে পারলি না থেকেই যাবি পর;
ম মতায় আগলে রেখেছিলি যদিও তোর ঘর ।
Top today
একুশ এলে বাংলা মা
আঁচল বিছিয়ে বসে,
পিঠা পুলির মৌন সাজ
ছড়া কবিতায় মজে।
কত কথার রূপকথা যে
মায়ের বোলে লেখা,
আকাশ জুড়ে স্বপ্ন ভরা
বাহান্নের গায়ে আঁকা।
গুনগুনিয়ে গান ধরে যে
সর্ষে ফুলে মৌ,
সোঁদা গন্ধে মত্ত যুগোল
কোকিল ডাকে কুহু।
পাতা ঝরার হিমেল বনে
আম্র মুকুলের গন্ধ,
গাইছে গান গুনগুনিয়ে
ভ্রমর জুটি বন্ধ।
১৪২০@২৬
তোমাকে ভুলে গেছি।
কি করে বলি এমন নির্জলা মিথ্যে?
তোমাকে ভুলে যাওয়া সাধ্যের অতীত
তুমি চিরস্থায়ী আমার চিত্তে।
হ্যাঁ ভুলে যাবো সেদিন
যেদিন পৃথিবীকে দিবো বিদায়ী সালাম।
তাহার পূর্বে তোমাকে ভুলে যাওয়া
আমার জন্যি হারাম।
তোমার স্মৃতির ঠেউ ততদিন দোলাবে আমার জীবন খেয়া
যতদিন না মিশে যাবো কালের মহাসমুদ্রে।
ততদিন