সঙ্গীহীন শূন্য সন্ধ্যাবেলায় বসে একা
মনে হল সব মিথ্যে প্রতীক্ষা,
নির্মম, নৃশংস নিজের দস্যুবৃত্তি যা ছিল আপন
ঝরে গেল ফুল ছিড়ে গেল তার তোমারে হারিয়ে।
মনে ছিল হৃদয়ের যত আশা পূর্ণ তোমাকে ঘিরে
ভালবাসার মালা দেবে গলে আপন সুরে,
ভাবছি বসে এক ধারে কোথায় বইছে আনন্দ
দস্যুবৃত্তি