“থাকবো নাকো বন্ধ ঘরে,
দেখবো এবার জগৎতটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।”
সত্যি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের মনের কথাই বলেছেন। নাগরিক ব্যস্ততার মাঝে কার মন চায় চার দেয়ালের মধ্যে বন্দী
গ্রাম থেকে শহরে
নদী-নালা, খাল-বিল পাড়ি দিয়ে
নানান জায়গায় ঘুড়েছি।
মেঠোপথ থেকে রাস্তায়
অলিগলি পেছনে ফেলে
রাজপথে কত হেঁটেছি।
কুঁড়েঘর থেকে অট্টালিকায়
বহু গিয়েছি।
ফুটপাতে, মানুষের ভীড়ে
কত নারীকে দেখেছি।
যা ভাবিনি কোনদিন
কল্পনা করিনি কোন ক্ষণে
অবশেষে সেখানে যাওয়া।
চকিতে তার সাথে দেখা
অঙ্গপ্রত্যঙ্গ, প্রতিটা রক্তকণিকা
টগবগ করে হল দিশাহারা।
তার নড়াচড়ায় আর হাঁটাচলায়
তার চলনে
আমাদের জলগ্রস্ত নাজুক জীবন
নানা কিংবদন্তীতে প্লাবিত
বৃষ্টির জলের লোভে চাতকের জাতভাই
আমাদের সকল কৃষক
একদা এমত লোককথা চালু ছিলো
গ্রামান্তরে উঠানে উঠানে
নানা যন্ত্রপাতি এসে
ভেঙে গেলো এইসব লোককথা
নদী-জল ঘোলা হলে
হাসিতে প্লাবিত হতো
কৃষকের মুখ
এবার পলির ফলন হবেই
তাতে আমাদের জমিগন
হয়ে যাবে দারুন পোয়াতি !
নানা সার এসে পলিদের