অপেক্ষার বেকার সময় থেকে
দিয়েছ আমায় মুক্তি।
অর্থহীন ক্ষয় করেছি
কতটা মানসিক শক্তি।
কখনো অযথা পথচারী
তোমাকে দেখার সাধ।
তাওয়াফ করেছি বারংবার একই পথে
দিয়েছি নানান অজুহাত।
লাজ-শরমের মাথা খেয়ে
তোমার চলার পথে ঘোরাঘুরি করেছি সকাল-সন্ধ্যা।
মায়া মাখা মুখখানি একটিবার দেখার
এঁটেছি কত পন্থা।
কত কৌশলে কত ছলে
করেছি আমি অপেক্ষা।
আমাকে তুমি মুক্তি