আজ সকালটাই যেন কেমন,
তীব্র গরমে ঘামে ভিজেও
মুক্তি নেই গন্তব্যের পথ থেকে
চলতে না চেয়েও চলতে থাকা,
উদাস দুপুরের মত সবুজ সকালে…
বাসে উঠার তীব্র আকাঙ্খায়
ভীড় ঠেলে যখনই আমি উত্তরা বাসস্ট্যান্ড,
তখন যেন আরো বেশী করে লোকের সমাগম
পিচঢালা পথ রোদের আগুনে
যেন শিষ বের করছে,
কানে এয়ার
Top today
বিবর্তনের ইতিহাস অমিয় ঝক্ঝকে তারল্য মরীচিকা,
মিথের শরীর চুঁইয়ে চুঁইয়ে পরছে, ঘটনার উপপাদ্য
উদগীরণের মিশ্র জলীয়বাষ্প ছড়িয়েছে, পৃথিবীর আকাশ ময়
বড় বেশী স্বেচ্ছাচারিতায় জেগে উঠে পৌষ প্রণয়।
তাইতো ডাক দিয়ে যায় বাতাসের গান,
লকলকে সবুজ ডোগায় শিশিরের মগ্নতা,বিরহ অভিমান গ্যাঁট বেঁধেছে
বিবর্তনের স্বপ্ন মিশেল মৌনতা, সেই
চেনা ছড়া
(৫)
আমরা ছাত্র আমরা বল
আমরা ছাত্রলীগ।
আমরা কেবল হানাহানি
ছড়াই চারিদিক।
(৬)
‘গুণ’টা আসল শোনার পরে
যোগ, বিয়োগ আর ভাগ।
‘নাম কিছু নয়’ – শুনলো যখন
করলো ভীষণ রাগ।
(৭)
নিয়মিত লোডশেডিং তো
সকল খানেই চলছে,
“বিদ্যুৎ খুব দিচ্ছি বেশি” –
সরকার একাই বলছে।
(৮)
পরীক্ষা খুব ভালো দিলেও
সাহসীদের বুক,
ফলাফলের আগের সময়
করে যে ধুকধুক।
মনিরুল