আয় ছেলেরা আয় মেয়েরা
প্রেম করিতে যাই,
প্রেমের মালা গলায় দিয়ে
শ্বশুর বাড়ি যাই।
শ্বশুর বাড়ির পায়েশ কুরমায়
রঙিন করি মুখ,
শালা শালীর মধুর কথায়
পাই যে বড় সুখ।
Top today
সুপ্রিয় উত্তরসূরী,
শুভেচ্ছান্তে সমাচার এই,
আমরা তোমাদের কতিপয় অপদার্থ
বিপথু পূর্বপুরুষ
রেখে যাচ্ছি অবাক পৃথিবী
পূঁতিগন্ধময়, হতাশা খচিত।
স্বার্থপর, কুকুর প্রতীম
আকণ্ঠ গিলেছি শুধু
সুপথে কুপথে
সমাজের অলিগলি
বিক্ষত দগদগে ঘায়ে ভরে গেছে
যেভাবে ক্যান্সার পুঁতে ফেলে বুকে
দুরন্ত জীবানু, চুপিসারে
একদা স্বাধীন হয়ে
এনেছি মুক্ত মৃত্তিকা
মুখে মুখে মুখরিত করে ফেলি
গৌরব গাঁথায়
অথচ নিভৃতে করি
পুনরায়
বিলাসিতা আমার ঠিক ধাতে নাই
আজন্ম কাঙালের মত সুখ-শাক দেখি
ঘাস পাতায় ফড়িং নাচে
সাঁঝে হাসে উড়ন্ত জোনাকি।
চাঁদের আলোয় রাত জাগে বন
নক্ষত্ররেখায় পথ তৈরী হয়
বিকরিত হয় অনুভব,
মুক্তো জমে সমুদ্র-ঝিনুকে
শব্দ সাজানো হয় না আর পশম-লাগামে
ঘোড়া ছুটে চলে মাঠের পানে।
চাতক উড়ে যায়
জোছনা পান করে
মরুভূমি জাগে