কতটুকু ভালোবাসলে একজন মানুষ
আরেকজনকে নিঃশর্ত মুক্তি দিতে পারে ?
নিকষ স্মৃতির বিষাদ প্রান্তর ব্যতি রেখে
হৃদয়ের অকাট্য বাঁধন থেকে
জীবনবাহী স্বপ্নের উঠুন থেকে ।
কতটুকু কষ্ট সইলে সুখি হওয়া যায় ?
কতকাল খোঁজলে হারানো জিনিস ফিরে পাওয়া যায় ?
হারানো ধন পাওয়া যায়
হারানো জন পাওয়া যায়
হারানো