আমি নই মহামান্য বরেণ্য কেউ
জনসমুদ্রের নগণ্য এক ঢেউ,
তবু আমার আগমনে পৃথিবীর কেউ হেসে ছিল ঠিক
আনন্দ জোয়ারে ভেসে ছিল চারিদিক ।
আজি আনন্দের দাম আকাশচুম্বি
তাই তো আমি বেদনার মহাসঙ্গি,
পথের মতো ছুটে চলছি আমি ক্লান্তিহীন বিরামহীন
জানি না কোথায় আমার গন্তব্য, কে আমার প্রিয়