আমি ব্যস্ত শেফালী
প্রচণ্ড ব্যস্ত আমার কর্মেতে,
শুধু টাকা তুলছি আর তুলছি
প্রতি দিনের আমার কাজের ধর্মেতে।
মাথায় কালো ক্যাপ
তাঁতে ঢেকে আছে দূরের জগত,
কিভাবে দেখবো বল তোমাকে
যদি না হও তুমি মহৎ।
তুমি ও হয়তো দেখনি আমায়
আমি আছি পাগল বেশে,
না দেখে তাই এসেছো কাছে
যেতে চলেছো আমায়