একটি বৃদ্ধ আঙ্গুলের ছায়া পড়েছে অন্তিম দিগন্তে
দীর্ঘ আমলনামায় সমুদ্রের জলরাশি।
ছুটে চলা সময়ের স্তব্ধ জনপদ
ঠিকানাহীন বিধ্বস্ত নীলিমা
সংজ্ঞাহীন উদারতা অথচ কী দুর্ভাগ্য!
শ্যাওলা ধরেছে ধসে পড়েছে
শত বছরের পুরনো শরীর
ফাটা দেয়াল অবহেলার নির্মম স্মরক
এক বা অসংখ্য বৃদ্ধ আঙ্গুল
জঞ্জালে মোড়ানো মেয়াদ উত্তীর্ণ বস্তু ।
ইতিহাস কখনও