– বাবা, তুই কেমন আছিস?
-‘আমরা কখনো খারাপ থাকি না, বাবা’ মৃদু হেসে ছেলে উত্তর দেয়।
– আমরা মানে? তুই কাদের সাথে থাকিস?
– মানে বাবা, আমরা যারা মারা গেছি তারা। যারা খুব ছোটবেলায় মারা গেছি তারা একসাথে থাকি। আমরা কখনো খারাপ থাকি
Top today
বন্ধু আমার সোলাইমান
বলল আমি মুসলমান
জাকাত আমায় দিতে হবে
আমি ইসলামের পথে
আল্লাহর এই আদেশ মেনেই
আমি আল্লাহর সাথে।
সঙ্গে আমায় নিয়ে
এক মসজিদেরই পাশে
বলল আমায় এইখানে এক
ফেকা স্পেশালিষ্ট বসে।
অনেক খানিক অপেক্ষার পর
ফেকা স্পেশালিষ্ট এলো
বন্ধু আমার সালাম দিয়ে
কেমন আছেন জানল
ওয়ালাইকুম বললেন তিনি
গম্ভীর তার ভাবখানি
জানলেন তিনি কে