বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে এইচ টু ও মিশ্রিত সোডিয়াম ক্লোরা ইড এর দ্রবণ ঝরতে থাকে কষ্ট হয় শুধু কষ্ট হয় চাঁদনী রাতের কালজানি দুখখের স্রোত বয়ে আনে হৃদয়ের উপর সেই স্রোত আছড়ে পড়ে, আমার হৃদয় ছিড়ে যায় আমার হৃদয়
Top today
হরতাল হরতাল
লাগাতার হরতাল
নাই যার কোনো তাল
তাল বেতাল হরতাল।
হরতালে দেশটা
হয়ে গেল ধ্বংস
গিলে খাইল গোটাজাতী
রাজাকারের বংশ।
হরতালে জামাত শিবির
মারছে পুলিশ,পুড়ছে গাড়ী
তাই বলে কী রক্ষা পাবে না
মসজিদ-মন্দির আর
হিন্দু বাড়ি?
শাসক শ্রেনীর অত্যাচারে
মৃত প্রায় দেশটা
যা ছিল অবশিষ্ট
হরতালে শেষটা ।।
©শওকত আলী বেনু
আমার একটা আকাশ আছে
সুবিশাল আকাশ। বিস্তৃত পরিধি তার।
দিনরাত সেখানে
হাজারও পাখিরা খেলা করে।
তুমিও কি উড়বে আমার আকাশে?
তুমি চাইলেই আমি আমার আকাশটাকে লিখে দেব তোমার নামে।
তুমি উড়বে সেখানে ইচ্ছে মতন-
শুভ্র-সাদা মেঘেদের সাথে খেলবে লুকোচুরি,
আর নীলিমার বুকে
হাওয়ায় হাওয়ায় উড়াবে রঙিন ফানুস!
বিনিময়ে কিছুই দিতে