প্রতিনিয়তই একই পথের যাত্রি হয়ে
ছুটে চলেছি পথ ধীর লয়ে
ক্লান্তিহীন দেহ; অবসাদে অন্তর ক্ষয়ে ক্ষয়ে;
কতটা সময় অনুসন্ধিৎসায় গেল বয়ে।
হেঁটে যাই তাবৎ বিসংবাদ সাথে নিয়ে
পদচিহ্ন রেখে যাই; জগত দেখি বিস্ময়ে
ভালবাসা তোমায় দিলাম ছুটি; দীর্ঘশ্বাস পড়ে চুয়ে চুয়ে,
খানাখন্দ পথে ভালবাসা খায় লুটোপুটি, স্পর্শ