বলে যায়নি সে কোন পথে যাবে
তখন তার কাঁধে ঝুলানো ব্যাগ ছিল
চোখে চশমা, হাতে মোবাইলটা ধরে,
ফতুয়ার বুক পকেটে ছিল নীল কলম,
আকাশী রঙ্গের ফতোয়ার বেশ উজ্জ্বল লাগছিল তাকে;
ঠোঁট একটু খোলা ছিল, ঈষৎ হাসি মুখে,
প্রখর রোদ মাথায় নিয়ে সে হাঁটা ধরে
উঁচু নিচু পথ
আড্ডা দিনভর
কথা ফুটে হড়বড়,
ধাওয়া, পাল্টা ধাওয়া
কেউ হঠাৎ হাওয়া;
মজার মজার মন্তব্য
জানি না, কেউ কারো গন্তব্য,
বিশ্ব জুড়ে বন্ধুত্ব
সম্পর্কটা…বোন, বন্ধু ভ্রাতৃত্ব।
ঝরে পরে কত অনুরাগ
কেটে যায় মনেতে দাগ
উচ্ছাসে আর আবেগে
সময় পার শত অভিযোগে।
জানা অজানা তথ্য
কত কাহিনী কত নৈপথ্য,
শেয়ার নিমিষে
মুহুর্ত, ভাল লাগা আবেশে।
কত কিছু শেখা
অস্থিতিশীল বাজার…..
…………………..ছবি
চিনি আছে নুন নাই
চায়ের কৌটাটাও খালি পাই
চাল থাকলে, নাই ডাল
মরিচ আনছে, নাই ঝাল।
দুধ তো ছিল ঘরে
শেষ হলো কবেরে!!
কৌটায় নাই বিস্কিট
জেরী রাগে খিটমিট,
এইবার রাঁধলে
তেলটা ফুরালে,
না আনলে কিভাবে?
এ বেলা ও বেলা চলবে।
আলু আনছ, বেগুন কই
কথাগুলো লাগছে টক দই?
পটল, পুঁই, মুলা লাউ
আনোনি
এই মুহুর্তে কিছু একটা চাই!
কিন্তু কি চাই?
একটা ম্যাসেজ! মুঠোফোনে,
মধুর সেই বার্তায় মাধুরী মিশিয়ে
রংধনু রং কিবোর্ড দিয়ে,
কে যেনো ভুলেই করল সেন্ড
হায়! একি! এত্ত ভালবাসা মিশানো!
নীল নীল অক্ষর
ভাললাগা সুরের অনুরণন শব্দে শব্দে
লাইনে লাইনে উড়ন্ত স্পর্শ যেনো!
ভালবাসার এত আকুতি, বিনয়,
অনুভুতিকে নাড়া দিয়ে যায়,
এত্ত