-শুনুন
কি?
-নড়াচড়া করবেন না। রক্ত খাচ্ছি।
খাও।
-আপনার রক্ত প্রথম খাচ্ছি।
ও আচ্ছা। খাও।
– আপনার রক্ত পানসে।
পানসে রক্ত খেতে অসুবিধা হচ্ছে?
-গন্ধটায় সমস্যা হচ্ছে। নিকোটিন নিকোটিন গন্ধ আসে।
গন্ধ বাজে লাগছে?
-হ্যা। মাথা ঝিমঝিম করে।
তাহলে খেও না।
-পেটে ডিম। পুষ্টি লাগবে। তবে আপনার রক্তে পুষ্টি হবে কি না