Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

– এই ভিজছো কেন?
– ভালো লাগে।
– চলে এসো ঠান্ডা লাগবে।
– লাগুক।
– দেখো আমাকে বিপদে ফেলো না।
– আচ্ছা।
– কী আচ্ছা?
– বিপদে ফেলবো না।
– ভিজছো কেন তাহলে?
– বিপদে ফেলবো না বলেছি, ভিজবো না তা তো বলিনি।
– তুমি একটা পচা।
– তুমি খুব ভালো।

…..

-শুনুন
কি?
-নড়াচড়া করবেন না। রক্ত খাচ্ছি।
খাও।
-আপনার রক্ত প্রথম খাচ্ছি।
ও আচ্ছা। খাও।
– আপনার রক্ত পানসে।
পানসে রক্ত খেতে অসুবিধা হচ্ছে?
-গন্ধটায় সমস্যা হচ্ছে। নিকোটিন নিকোটিন গন্ধ আসে।
গন্ধ বাজে লাগছে?
-হ্যা। মাথা ঝিমঝিম করে।
তাহলে খেও না।
-পেটে ডিম। পুষ্টি লাগবে। তবে আপনার রক্তে পুষ্টি হবে কি না

go_top