ভিজছে দ্যাখো স্বপ্ন যত
হেমন্ত মেঘের বৃষ্টির জলে, আউশ ধানের ক্ষেতে
কাদা জলের মাঠে পর মাঠ, হাওয়া মেখে সবুজ শিষ দুলে ঐ
ধানশালিকের ঝাঁকে পলি কাদায় পায়ের ছাপ আঁকে।
সেই ছাপে আজ অবধি হয় যে লুটাপুটি,
কৃষকের শীর্ণ পায়ের পাতায়,
কালে কালে প্রপিতামহের সেই আঁকা ছাপে
পরতে