আবার যদি জন্ম পাই
এই পৃথিবীর মাটি ছুঁয়ে
গড়ে নেব নূতন জীবন।
আবার শিশুদের কিলকারির মাঝে
আঁকড়ে রবো মায়ের কোল,সরল ভাষ্যে,
সমস্ত হৃদয় গহনে এঁকে নেবো স্নেহের চুম্বন।
চঞ্চল কৈশোরে শান্ত দীঘি জল
রেখে নেবো মনের নিভৃতে,
জানি জীবন তো পদ্ম পাতার জল,
তবু পদ্মের পাদতলে রবো,
শ্রধ্যা নিষ্ঠ ধ্যানমগ্ন