তোমার চলে যাবার পদধ্বনি
আমি আজো শুনতে পাই ।
সেই নিঃশব্দ দুপুর, অশ্রুসিক্ত চোখাচোখি
রক্তে রক্তে তোলে
অবসাদের ঝড়
চেপে ধরে হৃৎপিণ্ড—
মুমূর্ষু মানুষের মতন কাতরাতে থাকি!
আমার দুঃখেরা আজ বড় বেশি পৈশাচিক,
বড় নির্মম তাদের আচরণ—
শব্দহীন মধ্যরাতে
সঙ্গম করে অশ্রুর সাথে!………
জানিনা তোমার দুঃখেরা কেমন আছে ।
তোমার কাজলমাখা আঁখি,