আমি অবাক; আমার নিস্পাপ মন
বঞ্চিত আর অবহেলিত,
তবুও সমস্তে বিশ্বাস অবিরত
তবুও সমস্তে শুধুই ভালবাসা।
সন্দেহে সব থেকে সব একটু দূরে
বিস্ময় আর শঙ্কায় পরিবেশে অপূর্ণতা,
তবুও তোমার সৌন্দর্যের ঝিলিকে সূর্য নত
তোমার স্পর্শ আর ভালবাসায়
অভিশপ্ত সব ফিরে পায় জীবন
ফুলে ফুলে ভরে ওঠে প্রতিটি বাগান
আমি মুগ্ধ;