নৌকো আগের জাগা ছেড়ে বেশ কিছু দূরে ঘন জঙ্গলের পাশে গিয়ে ভিড়ল। এখানে নদীর পারে ঝোপ-ঝাড় কম—লম্বা,উঁচু গাছ বেশী। জঙ্গলের ভিতর অন্ধকার হয়ে আছে। জাগাটা কিছু নিরাপদ মনে হল উটনের,বলল,এবার আমাদের তৈরি হতে হবে,তার আগে জানাই তোমাদের দুগ্গল দাদা ঠাকুরের
Top today