Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নৌকো আগের জাগা ছেড়ে বেশ কিছু দূরে ঘন জঙ্গলের পাশে গিয়ে ভিড়ল। এখানে নদীর পারে ঝোপ-ঝাড় কম—লম্বা,উঁচু গাছ বেশী। জঙ্গলের ভিতর অন্ধকার হয়ে আছে। জাগাটা কিছু নিরাপদ মনে হল উটনের,বলল,এবার আমাদের তৈরি হতে হবে,তার আগে জানাই তোমাদের দুগ্গল দাদা ঠাকুরের

যত বুনোদের গ্রামের কাছে আসছিল ততই উটনের মনে ভয় ও উত্তেজনা বেড়ে যাচ্ছিল। কে জানে এ অভিযানই জীবনের শেষ কি  না–এমন ভয়ঙ্কর অভিযানে এর আগে সে  কখনো যায় নি। জীবনের শেষ ইচ্ছেই তো এটা ছিল। ভয়ঙ্কর কোন রোমাঞ্চকর যাত্রার জন্যে এটা

(৩)

মানচিত্র

কাসনি গ্রামের মানচিত্র দেখছিল উটন। নেচু তখনও ঘুমাচ্ছে। বেচারা বড় বাঁচা বেঁচে গেছে। ওষুধ নেবার পরেও ঘুমের মধ্যে যন্ত্রণায় উঁ,আঃ করছে। উটনের নিজের হাতে বানানো মানচিত্র। কাসনি গ্রামে যাবার পথের নকশা,দুগ্গল রাম তাকে যেমনটি বর্ণনা দিয়ে ছিল।

দুগ্গল সব কথা জানে–ওরা

go_top