নদী এসে ঘর বাঁধে
আমাদের গ্রামে গ্রামে
বাড়ীর আঁচলে !
কখনো সে চুপচাপ শুয়ে থাকে
কখনো সে ডানা মেলে ওড়ে
কখনো সে নড়েচড়ে
কখনো সে ওঠায় ছোবল !
নদীকে জড়িয়ে ধরে
বেঁচে থাকে মাঝি
বেঁচে থাকে মালোপাড়াবাসী
বেঁচে থাকে হাজার কৃষক
আর বাঁচে কবি ও গায়ক
মাঝে মাঝে প্রেম
এখন বাঁচে না দেখি
কাকচক্ষু