যদি তোর ছোট্ট বুকে দারুন দুখে
কান্না আসে,
তবে ঐ ছোট্ট চোখে মনের সুখে
কাঁদিস যেন জগৎ ভাসে।
তবে কিন্তু রাখিস মনে কোথাও নিরজনে
কাঁদবি একা,
কেউ যদি যায় বোঝাতে তোর কাছেতে
দেখিস পায়না যেন দেখা।
যেন কাঁদতে কাঁদতে চোখের জলে ভাসিয়ে চলে
সকল দুখের তরী,
দুঃখ গুলো কাঁদলে পরে
Top today
হ্যাঁ বেঁচে আছি
পেট পুরে অন্ন গিলি তিন বেলা।
রাত হলে ঘুমিয়ে পরি
চোখের দুয়ারে লাগাই তালা।
হ্যাঁ বেঁচে আছি
মেতে উঠি বন্ধুদের আড্ডায়।
ভাগ করে সিগারেট ফুঁকি
টং দোকানে চা খাই সস্তায়।
হ্যাঁ বেঁচে আছি
টিভি দেখি-পেপার পড়ি অবসরে।
আয়েশ করে ডুবে যাই
সিনেমার গল্পের বিভোরে।
হ্যাঁ বেঁচে আছি
রাজনীতির বিচার বিশ্লেষনে