এখন আমার শূন্যের ভিতর বসবাস
আমার মাঝে আর আমি নাই
বুকের ভিতর গুনগুনিয়ে গান গেয়ে ওঠে না ভ্রমর
দখিনা সমীরণ বয় না ধরায়
হৃদয়ে এখন হাতুড়ী পেটানোর আওয়াজ শোনা যায় অহর্নীশ
মরুভূমির লু হাওয়ায় হেঁটে চলেছি আমি
ভালোবাসা যখন তোমার কাছে মূল্যহীন এক জড় পদার্থ।
Top today
==================
শীতল জলতরঙ্গে এ হাওয়ার বুকে
ধ্বংসের গন্ধ ছড়েছে-
বিকট বিটক আওয়াজ শুনছি-
অনাকাঙ্ক্ষিত স্বপ্নরা-শেষ প্রহরে
বিদ্যুতদের ঝিলিক মারে- ঝিলিক মারে।
সোনায় বাঁধা ধ্বংসের গলাটা
চেঁপে ধর- গলাটা চেঁপে ধরো-
নইলে শুণ্যেই ভেসে যাবে সমস্ত রাখালি
বাঁশির সুর-অবুঝ সাবালকের
স্বপ্ন রাশি রাশি।
ও হাওয়া ও জলতরঙ্গ একটি বার
একটি বার শোন-
আর হইও
বেঁচে থাকিতে চাই-
হাজার বছর ধরে,
দেহখানিতে নহে গো-
তোমাদের অন্তরে।
বেঁচে থাকিতে চাই-
জাত-বেজাতের গন্ডি পেরিয়ে,
হাঁটিতে চাই অনন্তকাল ধরে
সীমানা প্রাচীর মাড়িয়ে।
দেহখানি আমার রেখে দিও গো
আঁধার কুঠিরের অন্দরে,
অবাধ অধিকার দিও গো মোরে
চিরসবুজ স্মৃতির প্রান্তরে।
আমার সাদাকালো ছবি বেঁধে রেখো না
কাহারো ঘৃণার ফ্রেমে,
তবে অবহেলা করে রাখিতে পারো
যেখানে