Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

এখন আমার শূন্যের ভিতর বসবাস
আমার মাঝে আর আমি নাই
বুকের ভিতর গুনগুনিয়ে গান গেয়ে ওঠে না ভ্রমর
দখিনা সমীরণ বয় না ধরায়
হৃদয়ে এখন হাতুড়ী পেটানোর আওয়াজ শোনা যায় অহর্নীশ
মরুভূমির লু হাওয়ায় হেঁটে চলেছি আমি
ভালোবাসা যখন তোমার কাছে মূল্যহীন এক জড় পদার্থ।

==================

শীতল জলতরঙ্গে এ হাওয়ার বুকে

ধ্বংসের গন্ধ ছড়েছে-

বিকট বিটক আওয়াজ শুনছি-

অনাকাঙ্ক্ষিত স্বপ্নরা-শেষ প্রহরে

বিদ্যুতদের ঝিলিক মারে- ঝিলিক মারে।

সোনায় বাঁধা ধ্বংসের গলাটা

চেঁপে ধর- গলাটা চেঁপে ধরো-

নইলে শুণ্যেই ভেসে যাবে সমস্ত রাখালি

বাঁশির সুর-অবুঝ সাবালকের

স্বপ্ন রাশি রাশি।

ও হাওয়া ও জলতরঙ্গ একটি বার

একটি বার শোন-

আর হইও

পূর্ব প্রকাশিতের পর

রাত বাজে বার টা l ঢং, ঢং, ঢং, ঢং ঘড়ির ঘন্টা বাজছে l চারিদিকে নিশীথের নিস্তব্দ্বতা বিরাজ করছে, এই গলিতে সাধারণত রাত আটটার মধ্যে সব দোকান পাট বন্ধ হয়ে যায়i l রাত দশটার মধ্যে র একেবারে মৃতপুরীর মত

 

কিছুদিন আগেও গ্রামের মোড়ল নামের কিছু লোক গ্রামের মানুষকে প্রতারিত করে জীবনের সব উপার্জনকে হাতিয়ে নিত । অভাবের তাড়নায় যারাই জমি বা কোন জিনিস বন্ধক রেখে কারো কাছ থেকে টাকা নিত তারাই এই হুন্ডিনীতির মধ্যে পড়ে তার জমিজমা বা

একদিন কবি এবং আরো কয়েকজন শিল্পী গ্রামোফোন কোম্পানীতে বসে গল্প করছিলেন– এমন সময় প্রশ্ন উঠলো লটারীতে হঠাৎ যদি কেউ এক লাখ টাকা পেয়ে যায় তবে সে তার প্রিয়াকে কেমনভাবে সাজাবে। কেউ কমলালয় স্টোর্সে যেতে চাইলেন, কেউ ওয়াসেল মোল্লায়, ( কলকাতার

তুমি এলে জীবনে
জেনে গেছি আজ আমি
কি সুখ মিলনে।
প্রতিদিন দেখা হয় নির্জনে
আমরা দু’জন এক সাথে
কথা বলি গোপনে।

কাল আমার বিয়ে
– মো: ওবায়দুল ইসলাম।

আমার চাচি খুব বদ মেজাজি। কেউ তার সামনে সত্য কথাটিও বলতে সাহস না।
খুব সকালে আমার থাকা খুপরি ঘরটিতে

এই দেখুন না, ঈদ এসেছে, সবার মুখে হাসি
নেই ভেদাভেদ গরিব-দুখী, থাকবো পাশাপাশি

কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না ভাই
খুশির দিনে হাসবো সবাই, এই অধিকার চাই

সবাই নেবো সবার খবর, যাবো সবার বাড়ি
কী রেধেছে, কী খেয়েছে, দেখবো খুলে হাঁড়ি

বিলিয়ে দেবো

বেঁচে থাকিতে চাই-
হাজার বছর ধরে,
দেহখানিতে  নহে গো-
তোমাদের অন্তরে।
বেঁচে থাকিতে চাই-
জাত-বেজাতের গন্ডি পেরিয়ে,
হাঁটিতে চাই অনন্তকাল ধরে
সীমানা প্রাচীর মাড়িয়ে।

 

দেহখানি আমার রেখে দিও গো
আঁধার কুঠিরের অন্দরে,
অবাধ অধিকার দিও গো মোরে
চিরসবুজ স্মৃতির প্রান্তরে।
আমার সাদাকালো ছবি বেঁধে রেখো না
কাহারো ঘৃণার ফ্রেমে,
তবে অবহেলা করে রাখিতে পারো
যেখানে

ভ্রমণ পিয়াসীদের জন্য সুখবর। ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে পৃথিবীর ২৫টি দেশ। ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকা মহাদেশে অবস্থিত এসব দেশ। এ ব্যাপারে ইমিগ্রেশন অফিস সার্বিক সহযোগিতা প্রদান করছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্র জানায়, ভিসা ছাড়া যাওয়া যাবে এবং

go_top