জীবন বিচিত্রমুখী
যেন বয়ে চলা নদী
তবুও শেওলা জমে জীবনের ধারে
স্বচ্ছ জলধারা বহে না নিরবধি।
মুখে জড়ায়ে কখনো জীবন
বর্ণিল আনন্দে বয়ে চলে জীবনের চাকা।
জীবন দুঃখ, ব্যাথাময়
ছন্দ হারিয়ে এলোমেলো হৃদয়ের প্রান্তরে
স্বপ্নরা ঘর বাঁধে
কোন এক দুঃস্বপ্নের ঘুমঘোরে।
জীবন নিষ্ঠুর, নির্মম, রূঢ় স্বার্থন্বেষী
তবুও জীবন নিয়ে পথচলা
সকল হিসাব
Top today