বিজয়ে দিতে চেয়েছিলাম
তোমাকে বরমাল্য
একটি ফুলের তোড়া
অথবা একটি মালা
যথসামান্য।
নহে কিছু অসমান্য
তা তোমার কীর্তি
আর মহিমার কছে।
তুমি বললে প্রিয়া
এ নহে শুধু তোড়া
নহে সামান্য।
আমার কছে তা
অসামান্য
হৃদয়ের নৈবেদ্য।
কি চায়
একজন সাধারন মানুষ দেশের কাছে,
দেশের রাজনীতিকদের কাছে…
বস্তা বস্তা টাকা, বিলাসী বাড়ি…?
না না নাহ্ এগুলো কিছুই না
চাওয়া শুধু এতটকুই
শান্তিতে পথ চলা
হাজার পরিশ্রমে ঘামের পর
একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলা ।
কি চায়,
কতটুকুই বা চায়
একজন সাধারন মানুষ
দেশের রাজনীতিকদের কাছে…
অথবা উচ্চ মাথাওয়ালা ব্যক্তিদের কাছে….
এত্তবড় একটা
কবিতা
ভাবনা হয়
-কে,এইচ,মাহাবুব
***************************
কারো দিকে তাকাতে নেই
তবে ভালো লাগবে তারে ,
ভাবতে নেই সরল মনে
মরবে হৃদয় ভাবনার ভাঁড়ে ।
না ভাবলেও ভাবতে হবে
তাঁকে নিয়ে শতবার,
রাতের বেলায় স্বপ্ন হয়ে
চোখে ভাসবে বারবার ।
সকালের ভাবনা হবে
যদি স্বপ্ন থাকে মনে,
কাজের ফাঁকে ভাববে তাই
একাকী নীরব নির্জনে ।
কভু যদি আসে
বিষক্রিয়া
নুরুজ্জামান মাহ্দি
হৃদয়ের আড়ম্বরের বাইরে
ধমনীর বেড়িবাঁধ পাশ কাটিয়ে
স্তুপীকৃত লোভ অন্যায় ভ্রষ্টতা
মহাসড়ক থেকে দেখা যায়
বুড়িগঙ্গার বেড়িবাঁধ
পাশে আবর্জনার বিশাল স্তুপ
গড়ায় বুড়িগঙ্গার রক্তে
বিষ ছড়ায় ধীরে
ধীরে ধীরে ধীরে ধীরে
বিষাক্ত হয়ে ওঠে
সমস্ত বিষ একবারে
রক্তে মিশে মৃত্যু নিশ্চিত
তার নিজের
ধীরে পরিমাণে বাড়ে
বিষধর হয়ে ওঠে
মৃত্যুর কারণ অগণিত
ফাঁসির দঁড়িতে রাজাকার
-মোঃ মোসাদ্দেক হোসেন
কে সমর্থন দেয় এই জানওয়ারগুলোকে,
এরা নেহাত জানেনা মুক্তি যুদ্ধের ইতিহাস,
রাজনীতির নামে কত বড় করেছে সর্বনাশ।
এরা রাজাকারের মুক্তি চায়, জানওয়ারদের,
যে কুকুর শিয়ালেরা রক্তবন্যায় মেতেছিল তাদের।
অবুঝ সন্তান তোমরা, শিক্ষার আলোয় এ কেমন প্রতিফলন,
তোমাদের অপব্যাখ্যায় তারা করে চলেছে লালন-
ধর্ম