মেহের নাম তার । গ্রামে বড় হওয়া আট দশটা মেয়ের মতই । দুধে আলতা গায়ের রঙ । আশে পাশের গ্রামেও এমন সুন্দরী পাওয়া যাবে না । যেমন সুন্দরী তেমন পড়ালেখায়ও অসম্ভব ভাল। পড়াশুনার পাশাপাশি গান, কবিতা আবৃত্তিতেও ছিল তার অসামান্য
Top today
মান্দার গাছ আমাকে এতো ভালবাসে
বুঝতে পারিনি আগে।
প্রণয়ের আগুনে উষ্ণ নারীর মত
নখের দাগ আমার সারা অঙ্গে আঁকে।
তার এতো ভালবাসা-এতো অন্তরঙ্গ আলিঙ্গন;
আর আমার অসহ্য যন্ত্রণা।
মান্দার গাছ তোর এতো পিরিতি;
আমার বিষম বিড়ম্বনা।
বেত লতা আহ্লাদী;আমাকে জড়িয়ে ধরে
অজস্র আবদার মাখা চুম্বন।
টপ টপ রক্ত গড়িয়ে পরছে
ছাড়ে