রংধনুর সাত রঙ খেলা করে আকাশে,
জলরাশি ভেসে চলে মিশে যায় বাতাসে।
লাল নীল বেগুনী হলুদ আর কমলায়
খুঁজে ফেরে আসমানী সবুজের কামনায় ।
হৃদয়ের পাটাতনে সুগভীর গহীনে
সবই যেন অচেনা ক্ষনিকের জীবনে।।
ভেসে আসা সু-ঘ্রাণ সুশীতল পবনে
সব যেন অচেনা দেখা নিজ
Top today
চেনা ছড়া
(১)
আমাদের ছোট গাড়ি
চলে ফাঁকে ফাঁকে,
শহরেতে পথগুলো
জ্যামে ভরা থাকে।
(২)
আয় চোরেরা, ঘুষখোরেরা
নির্বাচনে যাই,
মন্ত্রী হয়ে চুরির সুযোগ
ছাড়তে কভূ নাই।
(৩)
হয় ডাকাতি, হয় গ্রেফতার,
হয় না টাকা উদ্ধার।
পুলিশ টাকার খোঁজ পায় না
খোঁজ পাবে কোন ভুত তার?
(৪)
কানটা নিয়ে যায়তো উড়ে
এই বদনাম চিলদের,
মাইক টাইসন কামড়েছিলো
কানটা হলিফিল্ডের।
মনিরুল হাসান,
ফ্লোরিডা,