মেয়ে আমি অভিধান ঘেঁটে দেখার চেষ্টা করিনি তোমার ভালোবাসার স্বরূপ
পটলচেরা দু’নয়নে দেখেছি আমার হৃদয়ের শেষ প্রান্ত পর্যন্ত অবিরাম হেঁটে বেড়ানোর তীব্র আকাংখা।
নিক্তির পাল্লায় আমি পরিমাপ করে দেখিনি তোমার ভালোবাসার ওজন কতটুকু
আমি দেখেছি আমাকে পাওয়ার জন্য তোমার ব্যাকুলতা।
তোমার ভালোবাসার গভীরতাও মাপার
Top today
যদি হতে পারতাম
কোন বিশ্বসুন্দরী
আহা আহা
সবাই যেন দেখতে
বলত বাহা বাহা।
আহা যদি হতে পারতাম
লিওনার্দো দা ভিঞ্চি
যার একটা চিত্রশিল্পে
অবাক জগত বলত
আহ আহ
মেয়েটি তো
আশ্চর্য্য রকমের
বাহ বাহ।
বা কেন হতে পারিনি
জোয়ান অব আর্ক
ফরাসী বিপ্লবের সেই নেত্রী
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা ফ্রান্সে
ছিল যার কতৃত্ব।
বা হতে কেন পারলাম না
বীরাঙ্গনা সুলতানা