মাঝে মাঝে নিজেকে বড্ড ভাগ্যবতী ভাবি;
কারণ শত্রুদের আলোচনার মধ্যমণি আমি,
শত্রু না ঠিক, আমাকে যারা হিংসা করে তাদের কথা বলছি;
কাজ অকাজে ওরা আমাকে নিয়ে মেতে থাকে;
আমার অজানা দোষ ত্রুটি মাটি খুঁড়ে খুঁড়ে বের করে আনে,
আমি হাসি; হাসিতে ফেটে পড়ি,
হাসতে হাসতে দুফোটা
Top today
তুমি আমাকে
রাতের আকাশ দেখাতে চেয়েছিলে
সেখানে নাকি তারারা ঝুমকা ছোড়ে
চাদের আলোয় ভিজে
কুটি কুটি হয় হৃদয়
আমি তাও দেখতে চাই নি
শুধু তোমাকে নিবীরভাবে পাবো বলে
অপেক্ষার প্রহর গুনেছি
তবুও ভেঙ্গে পরিনি না পাওয়ার দোলে….।
তুমি আমাকে
দিগন্তে নিয়ে যেতে চেয়েছিলে
সেখানে নাকি পাখির কলকাকলিতে
গোধূলী খেলা করে,
ঘাস ফড়িংয়ের উড়োউড়িতে
স্বপ্ন