এবার তোর জীবন বাঁচা হৃদয় বেচা
গণতন্ত্র,
এবার পথে রক্ত চোখে মলিন মুখে
হৃদযন্ত্র।
এবার পথে কালনাগিনী বিষের রানী
তুলছে ফণা,
মায়ের বুকে বিষ কামড়ে রক্ত নীড়ে
জীবন বোনা।
এবার তোর জীবন বাঁচা হৃদয় বেচা
গণতন্ত্র,
এবার শিখে নে আবার শাপ তাড়ানোর
তন্ত্রমন্ত্র।
মায় তাকিয়ে রক্ত চোখে রক্ত