তোমার অভিমান এবার ছুটিতে পাঠাও
চোখে চোখ রেখে হাতটা বাড়াও
দীগন্ত জোড়া সবুজ ঘাসের গালিচায় আসন পেতে-
হৃদয়ের যত না বলা কথা আমাকে শুনাও।
স্বপ্নের বালুচরে সংঙ্খচিল হয়ে বাতাশে উড়াও
তোমার শাড়ির আচল
সাগরের নীল জলে অস্তমিত সূর্যের শেষ বিকেলে
কলাপাতার ভেলায় ভেসে গৌধুলীকে ছুঁয়ে দেখ
আমি কত