একটা মুখের আদল
প্রত্যহ এঁকেছি কল্পনায়
নিখুঁত গড়ন
মায়াবী মায়াবী চোখ
অনন্যা !
রূপসী !
যেদিন তোমাকে আমি
চোখ তুলে
প্রথম দেখেছি
নিমেষেই বুঝে গেছি
এ মুখ সে মুখ নয়
এ আরেক মুখ !
এ চোখ সে চোখ নয়
অন্য কোন চোখ !
হরিণী চাহনী নেই
গভীর নীলাভা নেই
সহজ সরল।
অধর রক্তাভ নয়
গভীর শ্যামল !
বুক চেরা