বারো বছর বয়সের এক দূরন্ত কিশোর শাহীন।
এ বয়সেই সপ্তম শ্রেণীতে পড়াকালীন
শিশু-কিশোর অপহরণ ও পাচারকারী দলের
নির্মম শিকার হয় শাহীন।
এরপর আরো তেরোজন কিশোরসহ
দীর্ঘ পাঁচ মাসের অধিক
তাকে বন্দী করে রাখে
চট্টগ্রামের এক অন্ধকার বাড়িতে।
বন্দী অবস্থায়ই
অপারেশনের মাধ্যমে মুক্ত হওয়ার
এবং অপহরণকারীদের ধরিয়ে দেয়ার
দু:সাহসী পরিকল্পনা করে শাহীন।
ষষ্ঠ