বয়স বায়ান্নতে পৌঁছার আগেই পৃথিবীর প্রধান কয়েকটি সাহিত্য পুরস্কার লাভ, অন্তত ত্রিশটি প্রধান ভাষায় নিজের উপন্যাস অনূদিত হতে দেখা এবং চুয়ান্নতে পৌঁছেই নোবেল সাহিত্য পুরস্কার লাভ গত অর্ধশতকে তুর্কি ঔপন্যাসিক অরহান পামুক ছাড়া আর কোনো সাহিত্যিকের বেলায় ঘটেনি। ৭ জুন
Top today
চোখ জুড়ানো প্রকৃতির সৌন্দর্যের আধারে ঘেরা বৈচিত্র্যময় পর্যটন নগর রাঙামাটি। দিগন্তজুড়ে বিস্তৃত সবুজের সমারোহ। যেদিকে চোখ যায় স্বচ্ছ পানি আর বিস্তীর্ণ সবুজের হাতছানি। এলোমেলো সারিতে সাজানো উঁচু-নিচু ছোট-বড় অসংখ্য পাহাড়। অাঁকাবাঁকা কাপ্তাই লেক। চারদিকে স্বচ্ছ জলধারা। প্রকৃতির অদ্ভুত সৌন্দর্যের আধারে