চাঁদ হাসে ঈদ আসে তবু হাসে না কেন মন?
আমার ছোট্ট বেলার হাসি-চুরি করল কোন্ জন?
চুরি করে নিল কে আমার চাঁন রাত্রির উত্তেজনা?
কে নিল চুরি করে আমার শৈশবের আল্পনা?
চুরি করে নিল কে আমার নতুন জামার সুবাস?
চুরি করে নিল কে আমার আনন্দ-উচ্ছ্বাস?
চুরি
শুনেছি, আমাকে
সামনে চেয়েছো তুমি।
বেশি না, মাত্র একশ’ বছর পর
দাঁড়াবো একাকী তোমার সামনে এসে।
ভেবোনা সুপ্তি
অল্প সময়টুকু
চোখের পলকে
এমনিতে কেটে যাবে।
অগ্নিবরণা,
অপেক্ষা করে থাকো।
এখন আমার
নিদারুণ ব্যস্ততা……
তুমি যে গোপনে
আমাকেই ভালোবাসো,
এ খুশি আমার
সারাটা পৃথিবী জুড়ে
পরমানন্দে রাষ্ট্র করছি আমি।
একশ’ বছরে
এই কাজটুকু সেরে
একছুটে এসে
কখন যে ছুঁয়ে দেবো..
টেরই পাবেনা
চমকে
শহীদুল ইসলাম প্রামানিক
ব্যাঙের নাকি সর্দি লেগেছে
রতন, মানিক বলে
এই কথাটি শোনার পরে
গদাও তাদের দলে।
পানির মাঝে আহার বিহার
পানিতে যার বাস
সেই ব্যাঙেদের সর্দি-বেমার
ভীষণ সর্বনাশ?
ব্যাঙের আবার সর্দি কেন?
চলছে আলোচনা,
সকাল বিকাল বিরাট মিটিং
করছে যে তিন জনা।
একজন কয়, ‘ডাক্তার ডেকে
চিকিৎসা করতে হবে’।
আরেকজন কয়, ‘এসব কাজে
পয়সা লাগবে