তোমার মাঝে এতো সুখ কেন বলো ?
প্রতিদিন তোমায় দেখার করি ছল ,
খুঁজে বেড়াই হাজার নারীর ভিরে
তুমি আসছো –
নাকি আসবে –
ধুলো নিংড়ে তোমার পদোতল ।
তোমায় দেখে আমি আনন্দিত হই
পুলকিত হই –
এ দেহে জাগে গভীর শিহরণ ,
এ পৃথিবী চলছে –
আমি ও চলছি
তোমায় খুঁজেছিলাম
ব্যাকুল হয়ে অবিরাম,
খুঁজেছি মধ্যাহ্নের ধুলি উড়া পথে
ভেসেছি বার বার অন্তহীন স্রোতে।
খুঁজেছি তোমায় নদীর তীরে অবেলায়
রোদের তেজ নেতিয়ে পড়ে বেলা শেষের খেলায়।
খুঁজেছি তোমায় শহরের অলিগলি
কাঁদা,পানি ইট সুঁড়কির পথ পায়ে দলি,
খুঁজেছি খাঁ খাঁ রোদ্দুরে
শুকনো পাতারা ধ্বনি তুলে মর্মরে।
নিকষ কালো আঁধারে খুঁজেছি
দুঃখ আমার কে জানবে এ নিভৃত হৃদয় আকছারে
যত আঁকিবুঁকি বেদনার দুর্বোধ্য ভাষায় অপাঠ্য সে গাঁথা পৃষ্ঠা !
শুধু কি আমারই ঈপ্সিত ইচ্ছে,ধারাপাতের বৃষ্টি ছড়ায় তোমাদের মেঘলা দিন
কিম্বা অবোধ ভোরের কুয়াশা ভাষায় আমার জাল শরীর !
যতই লিখে যাই পাতার পর পাতা,যতই নিরালা রাত জাগার ব্যর্থ আতুরতা,
ভালবাসার স্বপ্ন আঁকার জেগে