গ্রামের নাম দরগারবন। এ গ্রামে আছে বহুদিনের পুরনো একটা বটগাছ। গ্রামের মোড়ল বটগাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নিল। সে গাছ কাটার জন্য লোক ঠিক করে রাখল।
গাছ কাটার আগের দিন রাতে একটা ভূত এলো মোড়লের কাছে। ভূতটি বলল, হে মোড়ল, আপনি হলেন
Top today
তোমায় খুঁজেছিলাম
ব্যাকুল হয়ে অবিরাম,
খুঁজেছি মধ্যাহ্নের ধুলি উড়া পথে
ভেসেছি বার বার অন্তহীন স্রোতে।
খুঁজেছি তোমায় নদীর তীরে অবেলায়
রোদের তেজ নেতিয়ে পড়ে বেলা শেষের খেলায়।
খুঁজেছি তোমায় শহরের অলিগলি
কাঁদা,পানি ইট সুঁড়কির পথ পায়ে দলি,
খুঁজেছি খাঁ খাঁ রোদ্দুরে
শুকনো পাতারা ধ্বনি তুলে মর্মরে।
নিকষ কালো আঁধারে খুঁজেছি