সকাল থেকে বাম চোখটা কিরকির করছে। লক্ষণ ভাল না।হারাধন
জ্যোতিষী বলেছিল,উনপঞ্চাশ বছর বয়সটা একটু সামলে সুমলে চলো
শিবু, কোষ্ঠী অনুযায়ী ওই বছরটায় তোমার জীবনে অনেক ঘটনা ঘটবে।
— মরেটরে যাব নাকি ঠাকুর?
—বালাইষাট মরবে কেন,জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে, এ বিষয়ে কোন
ভবিষ্যৎবানী খাটে না।তবে আমার