হে প্রভু চিত্তের ক্ষোভ ভুলে যাও মার্জনা কর আমায়
বক্র পন্থার পথিক হয়েছিনু , ভুলে ছিনু তোমায়
তোমায় লভিবার তরে
কত দিবস পরে পরে
নত করেছিনু শির ।
আপন জন ভুলিয়া
শয়তান সঙ্গী করিয়া
ত্যাগেছিনু আপনার নীর ।
অপকার বিনা উপকার মিলেনি
শান্তির লেশ দেখে নাই নয়নে
অশান্তিতে কেটেছে দিন
Top today
নি:সঙ্গতার সনে বাসর
স্মৃতি সনে সংগম।
জেগে উঠে হিয়ার কামনা
অপরিসীম অফুরন্ত উদ্যোম।
বেকার রজনীর কালো খাট
স্মৃতির বুকে উষ্ণ আদর।
জীবনের খোলা পিঠ
স্মৃতির নখের লাল আঁচড়।
আপন উলংগ বর্তমান
আঁধার পর্দায় আড়াল।
শ্বাসধ্বনির উঠা নামা
সমীরণের কোলে বহাল।
নির্ঘুম নিশি চাদরের বুক
চরম পৈশাচিক নির্যাতন।
অবশেষে রাত্রির ক্লান্তিকালে
বীর্যে ভেজা দু’নয়ন।
শৈশবের সুপ্রিয় রচনা তুমি
কৈশোরের সুপ্রিয় বাহন
দুরন্তপনায় হাজার কাহিনী জাগানিয়া
এই বেলা তুমুল তারুণ্যে তুমি
স্মৃতিভারাতুর !
প্লেনের টিকিট কেটে
আকাশের বদ্ধ জানালায় মন ভরে না যে !
বাসের ভীড়ের চাপ দু’চোখের বিষ
রেলগাড়ী বড়ো বেশি ঝাঁকি ও শব্দপ্রবণ
তিনচাকা মাঝে মাঝে টানে
নৌকা ভ্রমনের তুলনাই নেই
অবারিত নদী ও